১৯ মে, ২০২৫। চট্টগ্রামের ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট হাসপাতাল, আন্দরকিল্লা।ঘড়ির কাঁটা থমকে ছিল না, কিন্তু সেই সকালে একজন মানুষ থেমে গিয়েছিলেন অন্যের জন্য।
মোহাম্মদ জিয়া — নামটা অনেকের কাছেই পরিচিত, বিশেষ করে Khandani Brother's ও Zia Bhai এর কৌতুকপূর্ণ ভিডিওগুলো যারা ভালোবাসেন, তাদের কাছে তিনি যেন আনন্দের এক নির্ভরযোগ্য উৎস। কিন্তু শুধু কি হাসি ছড়ানোই তার কাজ? না, তার হাসির গল্পের আড়ালেও লুকিয়ে আছে এক অন্যরকম মানবিকতা।সেইদিন জিয়া ১১তম বারের মতো রক্ত দান করলেন। একজন থ্যালাসেমিয়া রোগী — সাদিয়া আমিন নামের ছোট্ট এক কিশোরীর জন্য B (+ve) রক্ত নিয়ে ছুটে গেলেন তিনি। কারো জীবন বাঁচাতে এই একফোঁটা রক্ত ঠিক যেন জিয়ার কণ্ঠে ভেসে ওঠা কৌতুকের মতোই জীবনের নতুন আশার গল্প।
জিয়া কেবল একজন রক্তদাতা নন, তিনি জীবনের প্রতি তার দায়বদ্ধতা হাসির মধ্য দিয়েও পূরণ করেন। হাজারো মানুষের মুখে যিনি কন্টেন্টের মাধ্যমে হাসি ফোটান, আজ সেই মানুষটি নিজের রক্ত দিয়েও একজনের মুখে হাসি ফোটালেন।
জিয়ার এই কাজ যেন এক অনন্য বার্তা দেয় — "মানবতা মানেই শুধু মজা নয়, দরকারে জীবন বাঁচানোর দায়িত্বও বটে।"
একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে একজন জীবনদাতা হয়ে ওঠার এই গল্প আমাদের বলে দেয় — হাসি ছড়ানো আর রক্ত দেওয়া, দুটোই হৃদয় থেকে আসে।