ব্লগ

  • মূলপাতা
  • একটি সকালের গল্প: আনাস ইবনে মোস্তফা ও রক্তদানের মানবিকতা

একটি সকালের গল্প: আনাস ইবনে মোস্তফা ও রক্তদানের মানবিকতা

একটি সকালের গল্প: আনাস ইবনে মোস্তফা ও রক্তদানের মানবিকতা
১৫ জুন, ২০২৫ ৭:১৭ অপরাহ্ন ৬৮ বার দেখা হয়েছে লেখকঃ এস. এম. সাব্বির আলম
শেয়ার করুনঃ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫। সকালটা ছিল একেবারেই প্রতিদিনের মতো। আনাস ইবনে মোস্তফা ঘুম থেকে উঠে নিজের ছোট্ট দোকানটা খুললেন প্রতিদিনকার নিয়মে। দিনটি কেমন যাবে, কে জানত! কিন্তু তাঁর হৃদয়ে ছিল মানবতার ডাক—রক্তদানের প্রতিশ্রুতি।

দোকান খুলে কাজকর্ম গোছাতে গোছাতে সময় হয়ে গেল। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রওনা হলেন, গন্তব্য চট্টগ্রামের ফতেমা বেগম রেড ক্রিসেন্ট হাসপাতাল, আন্দরকিল্লা। সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছান। অপেক্ষা, প্রস্তুতি আর কিছু কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা বাজতেই আনাস এবি পজিটিভ রক্ত দিলেন এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর জন্য। এটি ছিল তাঁর জীবনের ৬ষ্ঠ রক্তদান। প্রতিবারের মতো এবারও বিনা স্বার্থে, নিঃশব্দে তিনি পৌঁছে দিলেন নতুন এক জীবনের সম্ভাবনা। রক্তদান শেষে শহরের আরও কিছু জরুরি কাজ সেরে আনাস বাসায় ফিরে এলেন দুপুর ৩টার দিকে।

এভাবেই এক সাধারণ সকাল হয়ে উঠল অসাধারণ। আনাস ইবনে মোস্তফার মতো মানুষেরাই প্রমাণ করেন—নীরবে, নিয়মিত দায়িত্ব পালন করেও কত বড় মানবিক কাজ করা যায়।

রিলেটেড ব্লগ সমূহঃ

হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরাম।

ফতেয়াবাদ,হাটহাজারী,চট্টগ্রাম।
০১৮১৮৪৭০৬৫৮, ০১৮২৩৭৯৩৯৪৮