১৪ জুন – শুধু একটা দিন নয়, ভালোবাসা ছড়ানোর উপলক্ষ।
সকালের সূর্যটা একটু অন্যরকম ছিল সেদিন। ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মানুষ আজকের দিনে রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে মানবতার সেবায় অংশ নিচ্ছেন।
ঠিক তেমনি একজন হলেন সাইফুল ইসলাম।
সেদিন সকাল ৯টা বেজে ১৫ মিনিট। শহরের কোলাহল তখনও পুরোপুরি জমে ওঠেনি। অফিসের ব্যস্ততা ফেলে রেখে সাইফুল ভাই বেরিয়ে পড়লেন এক বিশেষ দায়িত্ব পালনে—একজন থ্যালাসেমিয়া রোগীর জীবনের জন্য রক্ত দিতে।
গন্তব্য: ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট হাসপাতাল, আন্দরকিল্লা।
তিনি জানতেন, কারও শিরায় যদি জীবনধারার গতিধারা সচল না থাকে, তবে অন্য কারও শিরা থেকে তা উৎসারিত করাই মানবতা।
এটা ছিল তাঁর নবম স্বেচ্ছায় রক্তদান।
একজন অফিস-কর্মচারীর পক্ষে কাজের ব্যস্ততার মাঝেও এই রকম মানবিক কাজের জন্য সময় বের করে নেওয়াটা সহজ নয়। কিন্তু সাইফুল ভাইয়ের কাছে রক্তদান শুধু কাজ নয়, এটা একরকম দায়বদ্ধতা।
একটা অজানা মুখের হাসিই যেন তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
বিশ্ব রক্তদাতা দিবসে তাঁর এই মহৎ কাজটা নিঃসন্দেহে একটা অনুপ্রেরণা। আমাদের শেখায়—মানবতার কোনো ছুটি নেই, দয়া আর দায়িত্ব একসঙ্গে পালন করাই সত্যিকারের বীরত্ব।
সালাম, সাইফুল ভাই। আপনার মতো রক্তদাতারাই প্রমাণ করেন—মানুষ মানুষের জন্য।